ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

অস্বাস্থ্যকর ইফতারি বর্জনের আহ্বান পর্যটনমন্ত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
অস্বাস্থ্যকর ইফতারি বর্জনের আহ্বান পর্যটনমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

ঢাকা: পবিত্র রমজান মাসের ইফতারিতে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বর্জনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় রাজধানীর আজিজ সুপার মার্কেটের সামনে ‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’ শীর্ষক প্রচারাভিযানের তৃতীয় দিনের কর্মসূচির উদ্বোধন কালে তিনি এ আহ্বান জানান।



এর পর আজিজ সুপার মার্কেটের ইফতার সামগ্রী বিক্রেতাদের মধ্যে নিরাপদ অ্যাপ্রোন ও গ্লাভস বিতরণ করেন তিনি।

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাজধানীর চারটি স্থানে সাত দিনব্যাপী ইফতার প্রস্তুতকারক এবং বিক্রেতাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রচারাভিযান পরিচালনা করছে।

এ কর্মসূচির তৃতীয় দিনে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে প্রচারাভিযান কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।