ঢাকা: যমুনা টেলিভিশনে ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি(৩৬০) নামক অনুসন্ধানমূলক অনুষ্ঠানে প্রচারিত “জলবায়ু তহবিল-নয়ছয়” শীর্ষক প্রতিবেদনটি অনতিবিলম্বে ইউটিউব এবং ফেসবুক থেকে সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরেটরি কমিশন(বিটিআরসি)-কে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
ইউটিউব এবং ফেসবুক থেকে প্রতিবেদনটি প্রত্যাহারের জন্য সুখি বাংলা ফাউন্ডেশন নামক একটি বেসরকারি সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিনের আবেদন মঞ্জুর করে বিজ্ঞ আদালত বুধবার সকালে এ নির্দেশ দেন।
গত ৫ জুন রাত ৯টায় যমুনা টেলিভিশনে প্রচারিত ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি নামক অনুষ্ঠানে জলবায়ু তহবিল নয়ছয় শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে যেখানে সুখী বাংলা ফাউন্ডেশন এবং সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে ভুল ও মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। প্রতিবেদনটি প্রচারের পরপরই সুখি বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন তথ্য-প্রযুক্তি আইনে এবং ড. হাছান মাহমুদের পক্ষে তার ব্যক্তিগত সহকারী এনায়েতুর রহিম চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠানটির প্রতিবেদক এবং উপস্থাপকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
আদালত মামলা আমলে নিয়ে দুই আসামিকে এক মাসের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন এবং অপর মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দেন।
এমতাবস্থায় প্রচারিত পর্বটি ইউটিউব এবং ফেসবুকে দৃষ্টিগোচর হওয়ায় সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে আদালত বিটিআরসিকে এ নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
জেডএম