ঢাকা: বিদেশ থেকে আমদানি করা পচা গম খাইয়ে সরকার জনগণকে মারতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার (২৪ জুন) হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, যে গম পশু-পাখি, হাঁস-মুরগি ও গরু-ছাগল খায় না, সরকার বিদেশ থেকে সেই গম আমদানি করেছে মানুষের জন্য। আসলে এই সরকার পচা গম খাইয়ে মানুষ মারতে চায়।
সরকার নির্বিচারে নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের অত্যাচার, গুম, খুন, দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে। মানুষ শুধু আমাদের জিজ্ঞেস করে, আমরা কি করছি? আমি বলতে চাই, শুধু আমাদের দিকে চেয়ে বসে থাকলে চলবে না। সাধারণ মানুষকে এ সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আজকে তারা (সরকার) টিকে আছে পুলিশের জোরে। দেশ চালাচ্ছে এখন পুলিশ। পুলিশের কথা মতো তারা (সরকার) চলে। কারণ, পুলিশের কথা না শুনলে তারা সব ফাঁস করে দেবে।
পেট্রোলবোমা কারা মেরেছে। কারা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সহিংস কর্মকাণ্ড চালিয়েছে তাও আজ পুলিশ বলতে শুরু করেছে, বলেন বিএনপি প্রধান।
তিনি বলেন, আজ বিচার বিভাগ স্বাধীন নয়, নিরপেক্ষ নয়। বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারা স্বাধীনভাবে কাজ করতে পারলে প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে পারতো। স্বাধীন নয় বলেই, আওয়ামী লীগের লোক অপরাধ করেও মাপ পেয়ে যাচ্ছে। আর বিএনপি লোকজন কোনো অপরাধ না করেও শাস্তি পাচ্ছে।
ইফতার মাহফিলে এনপিপি’র সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি’র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মন্টু প্রমুখ।
জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বাংলাদেশ কল্যাণ পর্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহম্মদ ইবরাহিম, সাধারণ সম্পাদক এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী, ডেমেক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫ আপডেট সময়: ২০৫২ ঘণ্টা.
এজেড/এটি