ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক ছবি: প্রতীকী

ঢাকা: আমানা সুপার সপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানের মা শামসুন্নাহার বেগমের (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহানগর জামায়াত।

বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল এ শোক বাণী জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমা সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি বিপদে-আপদে ইসলামী আন্দোলনের কর্মীসহ সাধারণ মানুষদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন। তার মৃত্যুতে আন্দোলনের কর্মীরা একজন নিবেদিতপ্রাণ আশ্রয়স্থল হারালো।

তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।