ঢাকা: আমানা সুপার সপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানের মা শামসুন্নাহার বেগমের (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহানগর জামায়াত।
বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল এ শোক বাণী জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমা সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি বিপদে-আপদে ইসলামী আন্দোলনের কর্মীসহ সাধারণ মানুষদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন। তার মৃত্যুতে আন্দোলনের কর্মীরা একজন নিবেদিতপ্রাণ আশ্রয়স্থল হারালো।
তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এটি/