ভোলা: ভোলার চরফ্যাশনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ, হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শরীফ পাড়ায় তার বাসভবনে এ ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। তবে, হামলার ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের নেতারা জড়িত নয় বলে দাবি করেছে আওয়ামী লীগ।
রাত ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার ইফতার মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে চরফ্যাশন পৌর ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাস ভবনের বৈঠক করছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম।
উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা কর্মীদের নিয়ে বৈঠক চলাকালে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত নাজিম উদ্দিন আলমের বাস ভবনে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেলে আগুন দেয়।
সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম অভিযোগ করে বলেন, বিএনপি নেতাদের নিয়ে বৈঠক শেষে তারাবিহ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় হঠাৎ করেই শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ি ঘেরাও করে বাসভবনে হামলা চালায়।
হামলাকারীরা ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পাঁচটি মোটরসাইকেলে আগুন দেয় এবং পাঁচটি মটরসাইকেল নিয়ে যায় তারা। এ সময় হামলা চালিয়ে বাসভবনের বেশ কয়েকটি জানালা ও গ্লাস ভাঙচুর করা হয়েছে।
এ হামলাকারীরা উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান শাহিন, দুলাল আকন, শ্রমিকদল নেতা শাহজাহান সিকদারসহ দলীয় সাত নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।
তিনি আরো বলেন, তার বাসায় নেতাকর্মীরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। যাকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই হামলা করা হচ্ছে।
হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে নাজিম উদ্দিন আলমের বাসার তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে তারা মৌখিকভাবে জানিয়েছে, আওয়ামী লীগ কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে পুলিশকে জানিয়েছে আওয়ামী লীগ নেতারা।
হামলার ঘটনার পর থেকে নাজিম উদ্দিনের বাস ভবনে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমজেড/