ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের ২ কর্মীকে পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
সিলেটে ছাত্রলীগের ২ কর্মীকে পিটুনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সিকিউরিটি গার্ডরা।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় দিকে নগরীর পাঠানটুলা রাগীব রাবিয়া মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।


 
আহতরা হলেন- নগরীর আখালিয়া নতুনবাজারের নিকিল চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস ও জেলার বিশ্বনাথ উপজেলার লালাবাজার ফরহাদপুর গ্রামের নজির আহমদের ছেলে লিপু আহমদ(২৭)।
 
আহত সৌরভ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জগদীশ দাসের ভাতিজা বলে জানা গেছে। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মিজান পারভেজ একটি সিএনজি চালিত অটোরিকশায় সৌরভ ও লিপুকে সঙ্গে নিয়ে রাগীব রাবিয়া মেডিকেল কলেজে রোগী দেখতে যান।

তাদের বহনকারী অটোরিকশাটি হাসপাতালের গেটে রাখা নিয়ে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিকিউরিটি গার্ডদের কথা না শুনে গালিগালাজ করলে সিকিউরিটি গার্ডরা তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের পিটুনিতে সৌরভ ও লিপু আহত হন। পরে, স্থানীয়রা উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫     
এনইউ/এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।