আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যানত্রসিয়া হোটেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সভা শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল ইসলাম, এ কে এম শওকত আলী, রুহী দাস সাহা, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শেখ সাইফুজ্জামান, ইমরুল কায়েস মানিক ও জাকির হোসেন।
অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ১৯৪৭ সালে মুসলিম লীগের নেতৃত্বে দ্বি-জাতিতত্ত্বের বিভ্রান্তির আচ্ছাদনে পূর্ববাংলার মানুষকে দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হতে হয়। সাম্প্রদায়িক-স্বার্থবাদী মুসলিম লীগ শুরুতেই মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে পূর্ববাংলার মানুষের উপর নির্যাতন-নিপীড়ন চালায়।
তিনি বলেন, এমন পটভূমিতে জনমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শনের আলোকে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে আওয়ামী লীগ সাম্যবাদী, অসাম্প্রদায়িক ও উদারনীতির ধারক হয়ে গণমানুষের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দেয় এবং জয়ী হয়।
নজরুল আরো বলেন, বাংলার মানুষের অধিকার আদায়ের এই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক দলটির আজ নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা। তার ইস্পাতদৃঢ় নেতৃত্বে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-জঙ্গিবাদ মুক্ত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত।
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসএস/এমজেড