দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টের হলরুমে দুবাই আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দুবাই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ আবু আহাদ।
দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ, আমিরাত আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক এস এম নিজাম, আজমান বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইসমাইল গণী চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী, পেশাজীবী লীগের সভাপতি ইউনুছ চৌধুরী ইমু, দুবাই আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হামিদ, ইয়াছিন সুজাত, সালাউদ্দিন, কাদের, শাহেদ প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমজেড/