ঢাকা: পাঁচ বছর আগে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী আলম ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রকাশ করেন।
তিনি বলেন, পাঁচ বছর আগে আজকের দিনে চৌধুরী আলম অপহরণ হন। তার খবর আমরা কেউ জানি না। তবে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। চৌধুরী আলাম তার পরিবার ও আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের এ আশার কারণ হলো গুম হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দন আহমেদকে পাওয়া গেছে। ফলে আমরা আশা করছি, চৌধুরী আলামসহ অন্য গুম হওয়া নেতাকর্মীরা আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদ যে পর্যায়ের নেতা, তিনি হারিয়ে যাওয়ার কথা না। তাকে গুম করা হয়েছিল। একজন মানুষ যখন হারিয়ে যায়, সরকারের দায়িত্ব হলো তাকে খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি সমর্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে মনগড়া মামলা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে আদালতের রায়ে বা স্থানীয় সরকারের প্রজ্ঞাপনের মাধমে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার ভোটারদের ভোটাধিকারকে অসম্মান করছে। যার পরিণতি ভালো হবে না।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম আলাল, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।
বাংলাদেশ সময: ১৩৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এএসএস/টিআই