গাজীপুর: ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় গাজীপুর জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ওই কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ।
এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কায়সার শেখ কামাল, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম জুয়েল ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ রানা প্র্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ২৫,২০১৫
বিএস