ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা থেকে অপহরণ

খোঁজ মেলেনি বেনাপোল পৌর আ’লীগ নেতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
খোঁজ মেলেনি বেনাপোল পৌর আ’লীগ নেতার

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিনকে ঢাকার আরিচা ফেরিঘাট থেকে ডিবি পরিচয়ে অপহরণের দু’দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এতে অপহৃতের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বেনাপোলে সাংবাদ সম্মেলন করেছেন  তার পরিবারের সদস্যরা।

সাংবাদিক সম্মেলনে তাকে দ্রুত ফিরে পেতে সরকারের কাছে সহযোগীতা কামনা করেন পরিবারের সদস্যরা।

এদিকে অপহরণের ঘটনায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মনিকগঞ্জের শিবালয় থানায় একটি সাধারণ ডাইরি করেছেন অপহৃতের ছেলে শাহাজালাল সোহেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।  

অপহৃত আওয়ামী লীগ নেতার ছেলে শাহাজালাল সোহেল থানায় ডাইরির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানায়, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী মন্টু ও তার বাবা ব্যবসায়ীক কাজ শেষে একসঙ্গে মঙ্গলবার রাতে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাসে করে বেনাপোল ফিরছিলেন। পথিমধ্যে আরিচা ফেরি ঘাটে তার বাবা বাস থেকে নেমে টয়লেটে যাওয়ার পথে সাদা পোশাকে অস্ত্রের মুখে কয়েকজন উঠিয়ে নিয়ে যায়। এসময় বাসের সুপার ভাইজার ও যাত্রীরা বাধা দিলে ওই পোশাকধারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

বিষয়টি ছাত্রলীগ নেতা মন্টু ঘটনার পর পরই ফোন করে তাদের জানায়। এর আগে ৩ মার্চ প্রতিপক্ষের লোকজন তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। আর এই অপহরণের বিষয়টি রাজনৈতিক বলে দাবি করেন সোহেল।

এদিকে অপহৃত আওয়ামী লীগ নেতা ও তার সঙ্গে থাকা সাবেক এই ছাত্রলীগ নেতা দু’জনেই প্রতিপক্ষ গ্রুপের বেনাপোল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইবাদত হত্যা মামলার আসামি।

এসব বিষয়ে বেনাপোল পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলী কদর সাগর বাংলানিউজকে জানান, অপরাধীরা সুযোগ পেলেই অপরাধ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা চায় প্রশাসন এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসুক এবং অপহৃতদের উদ্ধার করুক। তা না হলে প্রশাসনের উপর থেকে মানুষ আস্থা হারাবে। বেড়ে যাবে সমাজে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন জানান, ঢাকা ব্যস্ততম জনবহুল এলাকা। একারণে সেখানে বাইরের এলাকার মানুষের দুর্ঘটনা ঘটলে বিষয়টি নিয়ে প্রশাসনের বেশি মাথা ব্যথা থাকেনা। আর বেনাপোল থেকে এসব পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে মামলার তদারকি করতে পারেনা। একারণে অপরাধীরা ঢাকা শহরকে নিরাপদ স্থান ভেবে সেখানে একের পর এক অপরাধ ঘটিয়ে চলছে।

কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ সম্পাদক এবং বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান, অপহরণ,খুন,ধর্ষণ এখন সমাজের ব্যধিতে পরিণত হয়েছে। এ সীমান্ত অঞ্চলে অপরাধীদের হাতে এত পরিমাণে অবৈধ অস্ত্র এবং মানুষ যেভাবে মাদকাসক্ত হচ্ছে তাতে কোনো মানুষের জীবন নিরাপদ নয়। আমি মনে করি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন অনেক শক্তিশালী। তারা দরদী হলে অবশ্যই এসব অপহরণ ও হত্যার রহস্য খুব দ্রুত বের হয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।