ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রজোটের কর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ছাত্রজোটের কর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্র্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলাকারী ও হামলার সময় নিষ্ক্রিয় থাকা পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়।



ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য অন্তর চক্রবর্তীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী।

তিনি বলেন, গত ১৭ জুন তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য বন্ধসহ কয়েক দফা দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে গেলে কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগের তোফা ও আলিফসহ কয়েকজন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্রজোটের অন্তত ২০ নেতাকর্মী আহত হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি ধরা হয়। দাবিগুলো হলো- বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশুর উপর বর্বরোচিত যৌন সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ; প্রতিটি ঘটনায় পুলিশসহ কর্তব্যরত সকলের দায়িত্বে অবহেলার নির্মোহ তদন্ত করে বিচার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপসারণসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন নিপীড়নের ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করণ; বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা এবং বাসস্থান-শিক্ষাঙ্গন-কর্মস্থল-গণপরিবহণসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা ও আইন প্রণয়ন এবং বাস্তবায়ন; শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে জনগণের জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিতকরণ; এবং নাটক, সিনেমা, বিজ্ঞাপন, শিল্প, সাহিত্যসহ সর্বত্র নারীকে পণ্য হিসেবে ও বিকৃতরূপে উপস্থাপন বন্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত, ঢাবি শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।