ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে পৌর কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
ঝিনাইদহে পৌর কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।



হানিফ মিয়া পৌর এলাকার বেপারী পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।

‍ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, চুয়াডাঙা  বাসস্ট্যান্ড এলাকায় কৃষকলীগের অফিস থেকে বাড়ি ফেরার সময় ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মহিলা হোস্টেলের সামনে মুখোশধারী ৫/৭ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানানোসহ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।