ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাপাকে রংপুরে আরও শক্তিশালী করার ডাক এরশাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জাপাকে রংপুরে আরও শক্তিশালী করার ডাক এরশাদের

রংপুর: জাতীয় পার্টির (জাপা) ‘দুর্গ’ রংপুরে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, রংপুরে দলকে শক্তিশালী করতে পারলে এর প্রভাব সারা দেশে পড়বে।

দল সাংগঠনিকভাবে সংহত হলেই তখন মানুষ জাপাকে ভোট দেবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জাপা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, রংপুরের মানুষের ভালবাসা আমাকে এখনও উজ্জীবিত করে। দলকে শক্তিশালী করতে পারলে আগামী নির্বাচনে আমরা ভালো করতে পারবো। দেশের মানুষ যখন বুঝতে পারবে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী, তখনই তারা আমাদের ভোট দেবে।

সেজন্য ঈদের পরই রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কাউন্সিল করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নেতৃত্ব দেওয়া হবে বলে জানান এরশাদ।

আর জাপাকে শক্তিশালী বলে প্রমাণ করার জন্য রংপুরে পার্টির কাউন্সিল স্মরণকালের সবচেয়ে বড় করতে হবে বলেও তাগিদ দেন চেয়ারম্যান।

কাউন্সিলকে সামনে রেখে এবং দলকে সাংগঠনিকভাবে সংহত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বানও জানান এরশাদ।

ইফতার মাহফিলে জাপার জেলা ও মহানগর শাখার নেতা-কর্মী-সমর্থকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।