ঢাকা: সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এ ইফতার মাহফিল হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা আমানুল্লাহ কবীরের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে ফোরামের পাঁচ শতাধিক নেতাকর্মী, জাতীয় প্রেসক্লাব সদস্য এবং পেশাদার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় ফোরামের নেতারা বলেন, বিভক্তির কারণে সাংবাদিক ইউনিয়ন গুরুত্ব হারিয়েছে। সাংবাদিক সমাজের অধিকার আদায় থেকে শুরু করে পেশাগত উন্নয়নে সবক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এ অবস্থার অবসানে সাংবাদিকদের আবার ঐক্যবদ্ধ হতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সভাপতি খোন্দকার মনিরুল আলম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান ও আশরাফ আলী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এস এম জহুরুল আলম, গোলাম মহিউদ্দিন খান, মোকাররম হোসেন, শামসুদ্দিন আহমেদ পেয়ারা, কাইয়ুম খান মিলন, সৈয়দ লুতফুল হক, নোমানুল হক, আবদুল হালিম চৌধুরী, খালেদ হায়দার, শামসুদ্দিন চারু, শামসুল হক দূররানী, গাফফার মাহমুদ প্রমুখ।
নেতারা সব মত-পথ ভুলে সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে সাংবাদিকদের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়নকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম