ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জঙ্গি নেত্রী, অভিযোগ জাসদ নেতাদের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
খালেদা জঙ্গি নেত্রী, অভিযোগ জাসদ নেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বলে অভিযুক্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা বলেছেন, তিনি জামায়াতের সঙ্গে আছেন প্রমাণ করতে তাদের ইফতারে যোগ দিয়েছেন।
 
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উৎপাটন: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তারা এ কথা বলেন।


 
ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ‍জাসদের শ্রমিক জোটের আহ্বায়ক নইমুল আহসান জুয়েল, নারী জোটের সভানেত্রী আফরোজা হক, জাসদ নেতা শফি উদ্দিন মোল্লা, রুকনুজ্জামান প্রমুখ।

জাসদ নেতারা বলেন, দুষ্কর্ম, অপকর্ম এবং জঙ্গিদের মদতদাতা হচ্ছে খালেদা জিয়া। জঙ্গি নেত্রী খালেদা নাকি সমঝোতা চান। কীসের সমঝোতা? আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা আর জঙ্গি কর্মকাণ্ডের দোষ স্বীকার করলেই সমঝোতা হবে। তিনি যে জঙ্গি নেত্রী তা প্রমাণ করতেই  জামায়াতের ইফতারে গিয়েছেন।

খালেদা ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে তারা বলেন, খালেদা জিয়াকে গণতন্ত্র থেকে সরাতে না পারলে গণতন্ত্রের অগ্রযাত্রা পুড়ে ছাই হয়ে যাবে। এর ধারাবাহিকতা টিকিয়ে রাখা যাবে না। গণতন্ত্রের অগ্রযাত্রা, উন্নয়ন, দেশের স্থিতিশীলতার জন্য জঙ্গিবাদ দমন করতে হলে খালেদা জিয়াকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে নিয়ে যেতে হবে। জঙ্গি দমনে সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে তার মাধ্যমে খালেদাকে গ্রেফতার করে বিচার করতে হবে।

বক্তারা বলেন, যারা খালেদা জিয়াকে এ বিষয়ে ছাড় দিতে চান, তারা দেশের গণতন্ত্র নস্যাৎ করছেন। তাকে ছাড় দেওয়া উচিত হয়। খালেদা জিয়া কিছুদিন আগে বাসে পেট্রোল বোমা মেরে দেশের সাধারণ মানুষকে হত্যা করেছেন। তিনি গণতন্ত্রের নেত্রী নন, তিনি হলেন, আগুন ও জঙ্গিবাদের নেত্রী। তাকে গ্রেফতার করা হলে দেশে জঙ্গি তৎপরতা কমে যাবে। জঙ্গি উৎপাটন করতে হলে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জঙ্গিবাদ জম্ম দিয়েছেন আর বর্তমান  চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন জাসদ নেতারা।

এছাড়া, দুর্নীতিবাজরা যে দলেরই হোক না কেন, তাদের দমনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এমএম/আইএএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।