ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার জাপার ইফতারে থাকছেন খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
শনিবার জাপার ইফতারে থাকছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: শনিবার (২৭ জুন) জাতীয় পার্টির (জাপা-কাজী জাফর) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও নৈশভোজে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৬ জুন) পার্টির চেয়ারম্যানের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) কামরুজ্জামান রনীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।



বার্তায় বলা হয়, শনিবার জাপার পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নেবেন খালেদা জিয়া। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

এ ইফতার অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ড. আকবর আলী খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত ও কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন বলেও বার্তায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।