ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কামরুল হুদার মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
কামরুল হুদার মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৬ জুন) বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।



খালেদা জিয়া বলেন, কামরুল হুদা একজন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন। সর্বস্তরের মানুষের সঙ্গে তার সদাচরণ, সাধারণ মানুষের প্রতি তার নিবেদিত ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠক এবং স্থানীয় জনগণ একজন নিবেদিত সমাজসেবককে হারালো। পরম করুণাময় আল্লাহ’র দরবারে প্রার্থনা করি, তিনি যেন কামরুল হুদাকে জান্নাতবাসী করেন।

বাণীতে কামরুল হুদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।