ঢাকা: দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (২৬ জুন) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।
ড. রিপন বলেন, ঢাকা জেলা বিএনপিকে শক্তিশালীকরণে কামরুল হুদার ভূমিকা অনস্বীকার্য। তিনি দলে এবং স্থানীয় জনগণের কাছে একজন ভাল মানুষ হিসেবে সুবিদিত ছিলেন।
বাণীতে কামরুল হুদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপির মুখপাত্র।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এইচএ