বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনের স্টেশন রোড প্রায় দুই ঘণ্টার মতো অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাসভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।
এতে করে ব্যস্ততম এই সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশের মধ্যস্থতায় ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেয়।
শুক্রবার (২৬ জুন) সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সামান্য ঘটনার জের ধরে সড়ক অবরোধ করা হয়েছিল। পরবর্তীতে আলোচনা করে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হলে সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে সরকারি আজিজুল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন পক্ষের কর্মী শাহিনের সঙ্গে বাস ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের তর্কবিতর্ক হয়।
এরই জের ধরে আসলাম পক্ষের নেতাকর্মীরা বিকেল ৪টা থেকে কলেজের সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ছাত্রলীগের নেতাকর্মীদের একাধিকবার সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় জন সাধারণ চরম ভোগান্তির শিকার হন।
পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসলে তারা সড়ক অবরোধ তুলে নেয় বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘন্টা, জুন ২৬, ২০১৫
এমবিএইচ/কেএইচ/