ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জ আ’লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বেগমগঞ্জ আ’লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার চৌরাস্তায় অবস্থিত সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ভিপি মোহাম্মদ উল্লা, ওমর ফারুক বাদশা, আক্তারুজ্জামান আনসারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।