ঝিনাইদহ: ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৬টায় ঝিনাইদহ পৌরসভার ড. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সাংসদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক সাংসদ আব্দুল মান্নান, সাবেক মহিলা সাংসদ নুরজাহান বেগম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরএম