ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াতের ৯ নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ঝিনাইদহে জামায়াতের ৯  নারী কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বেপারিপাড়ায় মহসিন মিয়া নামে এক ব্যক্তির বাসা থেকে জামায়াতের নয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।



আটক জামায়াত কর্মীরা হলেন-সদর উপজেলার উকিলপাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন (৪০), পাগলাকানাই এলাকার নুর হকের মেয়ে ফাতিমা খাতুন (২৬), একই এলাকার আব্দুল খালেকের স্ত্রী জুবাইদা বেগম (৩৫), যশোরের আসাদ সিদ্দিকের স্ত্রী জোহরা খাতুন (৫২), বেপারিপাড়ার মজনু মিয়ার স্ত্রী শেফালি খাতুন (২৭), একই এলাকার আশরাফ আলীর স্ত্রী শারমিন সুলতানা (৩৮), আব্দুল আজিজের স্ত্রী রোকেয়া (২৮), খোরশেদ আলীর স্ত্রী জলি বেগম (২৭) ও আব্দুর রাজ্জাক ভূঁইয়ার স্ত্রী কবিতা (৩২)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, দুপুরে বেপারিপাড়ার মহসিন মিয়ার বাসায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা চলছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ওই নয় নারী কর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।