ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, এই লেডি হিটলারের হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হোন।
শনিবার (২৭ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) জাতীয় পার্টি (জাফর) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আমরা সবাই এ দেশের মানুষ। আমরা মানুষের জন্যই রাজনীতি করি। কে ছোট কে বড় সে হিসেবের সময় এখন নেই। আসুন সবাই এক সঙ্গে বসি। ঐক্যবদ্ধ হই। এই লেডি হিটলারের হাত থেকে দেশটাকে বাঁচাই।
সরকারের পচা গম আমদানির সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, এদের দুর্নীতির সীমা নেই। লাভের আশায় তারা বিদেশ থেকে পচা গম আমদানি করেছে। সেই গম সেনাবাহিনীকে দিতে চেয়েছিলা, তারা রিফিউজ করেছে, পুলিশকে দিতে চেয়েছিলো, তারাও রিফিউজ করেছে।
এই গম কেউ নেবে না। তারা চেষ্টা করবে জনগণকে খাওয়াতে। আমি এখন বলতে চাই, এই গম আওয়ামী লীগের লোক জনকে খাওয়ানো হোক। তারা দেশের টাকা খেয়ে খেয়ে মোটা হয়েছে। পচা গম খেয়ে আরো মোটা হবে- বলেন খালেদা জিয়া।
পাশে বসা ডা. একিউ এম বদরুদ্দোজ চৌধুরীকে দেখিয়ে তিনি বলেন, এখানে একজন ডাক্তার বসে আছেন। উনি ভালো পরামর্শ দিতে পারবেন।
জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, সেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা কেবল দুর্নীতি করে টাকা বানাচ্ছে। সুইচ ব্যাংকে তাদের নামে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। পবিত্র রমজান মাসে যেভাবে আমরা একত্রিত হয়েছি, আগামী দিনেও যেন এমনিভাবে দেশের শান্তি রক্ষায় এক সঙ্গে বসতে পারি।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ উদ্দিন মতিন, এলডিপির সাধারণ সম্পাদক ড. রেদওয়ান আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম বীর প্রতীক, এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনিপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকট আজহারুল ইসলাম, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাইদ আহমেদের সঙ্গে এক মঞ্চে ইফতার করেন খালেদা জিয়া।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, বিএনপির যুব বিষয়ক সসম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
জোট নেতাদের মধ্যে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদ খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৭,২০১৫/আপডেট ২০৩৫ ঘণ্টা
এজেড/বিএস/ডেজএম