ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ঘরে ঘরে বিদ্যুৎ দিতে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ঘরে ঘরে বিদ্যুৎ দিতে কাজ করছে সরকার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু / ফাইল ফটো

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যু‍ৎ পৌঁছে যাবে।



মন্ত্রী বলেন, একদিকে যেমন রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, তেমনি বিদ্যুতেরও উন্নয়ন হচ্ছে।

শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার পরমপাশায় পাঁচ মেঘা ভোল্টের ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠি পল্লী বিদ্যু‍ৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল জব্বার, পিরোজপুর ও ঝালকাঠি জোনের নির্বাহী প্রকৌশলী মো. আজিজুস সালাম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী।

সরকাররের নিজস্ব অর্থায়নে বরিশাল বিভাগীয় প্রকল্প-১ এর আওতায় ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর ফলে নতুন ১০ হাজার ৫৫৭ জন গ্রাহক বিদ্যু‍ৎ সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।