লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য বুলেটকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৭) জুন রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বুলেট উপজেলার মহেন্দ্রনগর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতে বুলেটকে ফোন করে মহেন্দ্রনগর বাজারে ডাকেন। সেখানে উপস্থিত হলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর তানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এএইচএম মাহফুজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চত করেন।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ