ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়াকে ইফতার মাহফিলে পেয়ে স্বস্তি ফিরে পেয়েছে জামায়াত। নানামুখি চাপ ও সমালোচনা উপেক্ষা করে খালেদা জিয়া ইফতার মাহফিলে শরিক হওয়ায় জোটের অখণ্ডতা নিয়ে সৃষ্ট সংশয়ও কেটে গেছে তাদের।
জামায়াত ও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও আইনজীবীদের সম্মানে ইফতার আয়োজন করে জামায়াত।
ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসন জোটনেত্রী খালেদা জিয়া।
জামায়াতের ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিত হওয়ায় বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা, বিশেষ করে আওয়ামী লীগ নেতারা, সমালোচনার ঝড় তুলেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বলে অভিহিত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) নেতারা বলেছেন, তিনি জামায়াতের সঙ্গে আছেন প্রমাণ করতেই তাদের ইফতারে যোগ দিয়েছেন। শুক্রবার(২৬ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কাযালয়ে আয়োজিত ‘‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উপাটন: গণতন্ত্রের অগ্রযাত্রা’’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে তারা একথা বলেন।
আলোচনাসভায় ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদের শ্রমিক জোটের আহবায়ক নইমূল আহসান জুয়েল ও নারী জোটের সভানেত্রী আফরোজা হক উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (এমপি) বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে বলেন, ‘জামায়াতের ইফতারে খালেদা জিয়ার যোগদানে প্রমাণ হয় খালেদা জিয়া ও জামায়াত এক সুতায় বাঁধা। তিনি আর পাল্টাবেন না। ’
একই দিন (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনাসভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘আমি তোমাদের পাশে আছি বোঝাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে যোগ দিয়েছেন। ’
২০১৩ সালের সহিংস আন্দোলনের পর ২০১৪ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ব্রিটেনের হাউজ অব কমন্স এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপিকে পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও বাংলাদেশের ক্ষমতাসীন দল আওযামী লীগসহ ক্ষমতাসীন জোট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বার বার খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিলেও জামায়াতকে জোটে রাখার নিজ সিদ্ধান্তে অটল আছেন বিএনপি চেয়ারপারসন। বৃহস্পতিবার জামায়াতের ইফতারে যোগদান তারই প্রমাণ বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র,বিট্রেন ও ইউরোপীয় ইউনিয়নের বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ এবং সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলো জামায়াত ।
তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতিতে অনেকটাই দুশ্চিন্তামুক্ত হয়েছে জামায়াত। শুধু তাই নয়, এটিকে তারা নিজেদের রাজনৈতিক সাফল্য বলেও মনে করছেন ।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে নাম না প্রকাশ করা শর্তে ঢাকা মহানগরীর মজলিসে শুরার এক সদস্য বাংলানিউজকে বলেন, ২০ দলীয় জোট থেকে জামায়াতকে সরিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে কিছুটা হলেও হতাশা বিরাজ করছিলো। ইফতার অনুষ্ঠানে জোটপ্র্র্র্র্ধানের উপস্থিতি অবশ্যই আমাদেরকে উজ্জীবিত করেছে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
সম্পাদনা: জেএম