ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জিল্লু হত্যা মামলা

একবছর পেরুলেও দেওয়া হয়নি চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
একবছর পেরুলেও দেওয়া হয়নি চার্জশিট

সিলেট: সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যার এক বছর পূর্ণ হলো শনিবার (জুন ২৭)। দুঃসহ স্মৃতি নিয়ে আসামিদের অব্যাহত হুমকিতে বছর পার করলেন তার স্বজনরা।

পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে।

২০১৪ সালের ২৭ জুন বিকেলে নগরীর পাঠানটুলায় নিজ দলের কর্মীদের হাতে খুন হন ছাত্রদল জিলু। এ হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি।  

মামলার এজাহার নামীয় ২০ আসামির মধ্যে কারাগারে থাকা ১৪ জন ইতোমধ্যে জামিন নিয়েছেন। এখনো অধরায় অন্য আসামিরা। আর পলাতকরা রাজনৈতিক বলয় থেকে বিভিন্নভাবে মামলার বাদীসহ স্বজনদের হুমকি দিচ্ছেন- এমন অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ জুন) মামলার অন্যতম দুই আসামি মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ ও মহানগর ছাত্রদল নেতা জামাল আহমদ খান ওরফে কালা জামালও জামিনে বেরিয়েছেন।

বাদীপক্ষের অভিযোগ- মামলায় উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়নি। তাছাড়া মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চার্জশিট দিতে দেরি করেছে পুলিশ। তবে, পুলিশ জানিয়েছে খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে।

মামলার বাদী আহমেদ হাসান মাহবুব বাংলানিউজকে বলেন, যেখানে তিন মাসের মধ্যে চার্জশিট দেওয়া যায়, সেখানে আসামিরা বেরিয়ে গেলেও চার্জশিট দেওয়া হয়নি। তাছাড়া মামলায় উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য না নিয়ে অচেনা কিছু লোককে মামলায় সাক্ষী দেখানো হয়েছে। এতেই বোঝা যায় মামলাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চলছে।

পাশাপাশি আসামিদের অব্যাহত হুমকির মুখে রয়েছেন বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া ১৪ আসামির সবাই জামিনে বেরিয়ে গেছেন। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। তদন্তের সঠিকতা যাচাইয়ে চার্জশিট দিতে দেরি হচ্ছে।

২০১৪ সালের ২৭ জুন বিকেলে নগরীর পাঠানটুলায় নিজ দলের কর্মীরা ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে। এ ঘটনায় ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জিলুর বড় ভাই আহমেদ হাসান মাহবুব।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।