ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান শিবিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান শিবিরের

ঢাকা: কক্সবাজার, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৮ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ আহবান জানান।



বিবৃতিতে তারা বলেন, টানা বর্ষণে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়াসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। চাঁদপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুল, ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বান্দরবানে পাহাড়ের ঢালুতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে দশ হাজারেরও বেশি মানুষ। এসব এলাকায় ফসলের জমি, পুকুর তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

সরকারের পক্ষ থেকে সহায়তার লক্ষণ দেখা যাচ্ছে না অভিযোগ করে শিবির জানায়, লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সহায়তার জন্য হাহাকার উঠলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য সহায়তার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে হাজারো মানুষ পবিত্র রমজানে ঠিকমতো সেহরি ইফতার করতে পারছে না। দিন দিন অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে।

নেতাকর্মীদের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, কারো উপর দায় চাপিয়ে বসে থাকা ছাত্রশিবিরের কাজ নয়।

সুতরাং সহায়তার জন্য ছাত্রজনতাকে উদ্ধুদ্ধ করতে হবে। প্রয়োজনে বন্যার্তদের সহায়তার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, জুন ২৮,২০১৪
এলকে/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।