ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
লালমনিরহাটে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহা সদর উপজেলা যুবলীগের কর্মী ফখরুল ইসলাম বুলেটকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রোববার (২৮জুন) দুপুর দেড়টায় বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



মামলায় উপজেলার হারাটি ইউনিয়ন যুবলীগের কর্মী আমিনুর খানকে প্রধান করে ৭ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।

এরআগে শনিবার রাতে উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র মহেন্দ্রনগর বাজারের একটি দোকানে আটকে বুলেটকে হাত ও পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষ আমিনুর খান। এতে ‍মৃত্যু হয় ‍তার।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পুলিশ আপেল (২৮) নামে আমিনুর খানের এক সহযোগীকে আটক করে। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসআর/

** লালমনিরহাটে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ১
** লালমনিরহাটে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।