বগুড়া: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত নেতাকর্মীরা।
রোববার (২৮জুন) দলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় এ কর্মসূচি পালন করেন তারা।
মিছিলটি শহরের নারুলী সাফি ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে টেম্পু স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন- জামায়াত নেতা নজরুল ইসলাম, শিবিরের শহর কমিটির প্রচার সম্পাদক খলিলুর রহমান, শিবির নেতা শাহিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমবিএইচ/বিএস