ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আমিনুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
রোববার এক বিবৃতিতে আমিনুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ছাত্রদল নেতারা।
উল্লেখ্য, গত ৪ জুলাই বেলা সাড়ে ১১টায় যশোরের কালিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন আমিনুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৫ বছর।
ওই দিনই বাদ মাগরিব জানাজা শেষে যশোরের সদর থানার চূড়ামনকাঠি ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
আরআই