ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করে নির্বাচন কমিশন (ইসি) ‘দ্বিতীয় প্রহসন’ করেছে বলে মন্তব্য করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমেদ।
সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘সিটি করপোরেশন নির্বাচন-২০১৫’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে বিএনপিপন্থি সংগঠন ঢাকা আদর্শ আন্দোলন এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
ড. এমাজ উদ্দীন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটি প্রহসনের নির্বাচন করেছিল নির্বাচন কমিশন। সে নির্বাচন নিয়ে কোন মহলই সঠিক ব্যাখ্যা দিতে পারে নি।
‘এরপর চলতি বছরের ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের নামে আরেকটি মস্ত বড় দ্বিতীয় প্রহসন দেখেছি,’ বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দীন বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে-প্রজাতন্ত্রের সব ক্ষমতার উৎস জনগণ। কিন্তু সেই অনুচ্ছেদ নিয়ে জনগণের সঙ্গে বারবার প্রহসন করা হয়েছে। গণতন্ত্রের পথে হাঁটতে হলে সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই।
প্রকাশিত বই প্রসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের দুই প্রার্থী যখন বিজয়ের কাছাকাছি, তখন পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে ক্ষমতাসীন দল ও ‘বিতর্কিত’ ইসি।
‘নির্বাচনে যে আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তা ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতেই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে এ বই প্রকাশ করা হয়েছে,’ যোগ করেন সংগঠনের আহ্বায়ক ড. এমাজ উদ্দীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব শওকত মাহামুদ, ড. আক্তার হোসেন খান, ঢাকা উত্তর সিটি নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থী তাবিদ আওয়াল এবং দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আইএএ/এমএ