সিলেট: সৈয়দ আশরাফুল ইসলামের পর আর কেউ মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা তা বলা মুশকিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেটের কাজিরবাজার সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন কথা বলেন।
মুহিত বলেন, সৈয়দ আশরাফ অব্যাহতির বিষয়টি আগে থেকেই তার জানা ছিলো। তিনি ছাড়া আরো ৫-৬ জন এ বিষয়টি জানতেন। তবে আগামীতে আরও কেউ মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা সে সম্পর্কে তার কোন ধারণা নেই।
কাজিরবাজার সেতুর উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেতুর দু’পাশের সড়কের কাজ শেষ হবার পর উদ্বোধন করা হবে।
এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সমাপ্ত তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলো হচ্ছে, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, হলদিছড়ায় আরসিসি বক্স কালভার্ট-আরসিসি ইউটাইপ ড্রেন এবং কদমতলী সড়ক আরসিসিকরণ ও ইউটাইপ ড্রেন নির্মাণ প্রকল্প।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, জুলাই ১০, ২০১৫
এএএন/কেএইচ/