ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন দিয়ে ওয়াদা রক্ষা করুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
নির্বাচন দিয়ে ওয়াদা রক্ষা করুন অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী / ফাইল ফটো

ঢাকা: বিকল্পধারা’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন দিয়ে ওয়াদা রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শুক্রবার (১০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকল্প স্বেচ্ছাসেবকধারা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।


 
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, শাহ আহমেদ বাদল, বিএম নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।
 
বি চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের পরীক্ষার মাস। এ মাসে আমরা মুত্তাকী হওয়ার সাধনা করি। মুত্তাকী হওয়ার অন্যতম শর্ত ওয়াদা রক্ষা করা। আমরা আশা প্রকাশ করব, সরকার ০৫ জানুয়ারির নির্বাচনের পর সব দল নিয়ে যে নতুন নির্বাচনের ওয়াদা করেছিল, সেই ওয়াদা অনতিবিলম্বে পালন করবেন। একমাত্র সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে।
 
তিনি বলেন, আমার নজরে এসেছে ‘বি. চৌধুরী’ নামে একটি  ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আমার এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব বক্তব্যের বিষয়ে আমার কোনো দায়-দায়িত্ব নেই।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।