ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
রোববার ( ২৭ জুন) দুপুরে দুইটায় রাজধানীর কাকরাইল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামায়াতের মজলিসে শুরা সদস্য কামাল হোসাইন, শামসুর রহমান, জামায়াত নেতা সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি শরিফ হোসাইন, শিবির নেতা সোহেল রানা মিঠু প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর দয়াগঞ্জ-জুরাইন রোডে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান,আবু আলম ও গাজী আবুল কাসেমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সাদেক বিল্লাহ, জামায়াত নেতা মো. শোয়েব আবুল কাসেম ভূইয়া প্রমুখ।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় সংগঠনের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, সরকার ২০১৫-১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী। নিম্ন আয়ের মানুষের এ বাজেটে কোনো উপকার হবে না। এর ফলে পরনির্ভরতা বাড়বে এবং দেশ ঋণে জর্জরিত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
প্রস্তাবিত বাজেটকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এ বাজেট বাতিল করার জন্য নেতারা এ সময় সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ২৮,২০১৫
এলকে/আরআই