ঢাকা: গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (২৮ জুন) ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগরের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, বর্তমান জালিম সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, পবিত্র এই মাহে রমজানে দোয়া করি আল্লাহ যেন এই জালিম সরকারের পতন ঘটায়।
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সরকার শুধু মিথ্যার বড় বড় বাণী দিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্পের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
‘গণতন্ত্র আজ অর্থহীন’ মন্তব্য করে তিনি বলেন, দেশ আর দেশ নেই, দেশে গণতন্ত্র নেই মানুষের জান-মালের নিরাপত্তা নেই। এ জন্য সম্পূর্ণরূপে দায়ী বর্তমান এই জবরদখলকারী সরকার।
পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, দেশের পুলিশ চরম দুর্নীতি করে বেড়াচ্ছে। তারা মানুষকে কারণ ছাড়া ধরে নিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে মেরে ফালার হুমকিও দিচ্ছে।
পুলিশ এখন এই সরকারকেও ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন, ‘পুলিশই বলে এই জালিম সরকারকে তারাই ক্ষমতায় এনেছে। ’
তিনি বলেন,আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করলেও তাদের কোনো সাজা হচ্ছে না। তারা একের পর এক অপরাধ করেই যাচ্ছে। দেশে আইনের কোনো শাসন নেই।
ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. ওবায়দুল কবির খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদদু আহমেদ, নজরুল ইসলাম খান, এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, ঢাকা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্ট, জুন ২৮, ২০১৫/আপডেট ২১১৯ ঘণ্টা
এসজেএ/বিএস