রাজশাহী: নাটোর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ দেলওয়ার হোসেনকে গ্রেফতার করেছে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ।
রোববার (২৮ জুন) বিকেলে পুঠিয়া থানার নাশকতার এক মামলায় নাটোরের আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গত ৫ জানুয়ারির পর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ঘটে যাওয়া নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার আসামি।
এরই পরিপ্রেক্ষিতে রোববার নাটোর আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আলাইপুর কলেজের অধ্যক্ষ।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএইচ