ঢাকা: ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির মঙ্গলবারের (৩০ জুন) ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব কনভেনশন হলে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে।
রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে দেওয়া এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।
বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
পিআর/এসইউ