ঢাকা: আন্তর্জাতিক বাজারের তেলের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো ফার্নেস তেলে চলে। সরকার যখন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তখন এ ফার্নেস তেলের দাম বেশি ছিল। সে কারণে বিদ্যুতের দামও বেশি নির্ধারণ করা হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে ফার্নেস তেলের দাম কমেছে। তাই এ বাজেটে বিদ্যুতের দাম কমাতে হবে।
যদি বিদ্যুতের দাম কমানো না হয় তাহলে বিএনপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হবে।
রিপন অভিযোগ করেন, এ সরকার জনগণের পকেট মারার জন্য ক্ষমতায় এসেছে। তারা ইতোমধ্যে রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো ‘হরিলুট’ করেছে। দেশের অর্থনীতির অবস্থা লেজে-গোবরে করে ফেলেছে।
অভিযোগের তীর অর্থমন্ত্রীর দিকে ছুঁড়ে রিপন বলেন, রাবিস-খবিশ বলে দুনীর্তির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অপর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ সম্পাদক কাজী মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসইউজে/আরইউ/জেডএস