জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যে দুঃখ প্রকাশ করেলেন বিরোধীদলীয় নেতা ও এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ।
তিনি বলেন, সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের বক্তব্যে প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী ও অন্যান্য সদস্যরা মনে কষ্ট পেয়েছেন।
তার (এরশাদের) হয়ত শব্দ চয়নে ঠিক ছিল না। এ সময় তার পাশে বসা পার্টির চেয়ারম্যান এরশাদ মুচকি হাসতে থাকেন এবং সংসদ নেতা প্রধানমন্ত্রীর দিকে হাত উচিয়ে রওশনের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সোমবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এভাবে দুঃখ প্রকাশ করেন।
এর আগে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ নারীর ক্ষমতায়ন নিয়ে বলেছিলেন, ‘আমরা কথায় কথায় নারী ক্ষমতায়নের কথা বলি। আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা নারী, স্পিকার নারী। কিন্তু বাস্তবে এরা শোপিস’।
তার এই বক্তব্য উপস্থিত সব নারী সদস্য তীব্র প্রতিবাদ করেন। যদিও তার শোপিস শব্দটি এক্সপাঞ্জ করেন স্পিকার।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএম/এসকে/এএসএস/এবি