ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী বিএনপি সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
পলাশবাড়ী বিএনপি সেক্রেটারি গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সেক্রেটারি আবু আলা মওদুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের প্রফেসর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।



মওদুদ উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের মৃত আ. কাদের মণ্ডলের ছেলে। তিনি শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটে সদস্য নির্বাচিত হন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মওদুদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার ঘটনায় পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।