ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বন্যার্তদের পাশে দাঁড়াতে চরমোনাই পীরের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বন্যার্তদের পাশে দাঁড়াতে চরমোনাই পীরের আহ্বান সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্তদের  সাহায্যে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৯ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) এ আহ্বান জানান।



বিবৃতিতে দেশব্যাপী প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রবল বর্ষণে কক্সবাজার ও বান্দরবনে পাহাড়ি ঢল এবং পাহাড়ি ধসে অনেক লোক মারা গেছেন। এছাড়া  চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে বহুলোক পানিবন্দি। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এসব লোকদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য  সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। কাজেই ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বন্যাদুর্গতদের সাহায্যের জন্য সব স্বেচ্ছাসেবী সংস্থা, ধনী ও দানশীল ব্যক্তি এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি পাহাড়ি ঢল ও পাহাড়ি ধসে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।