ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেফতারের পর অভিযান

স্বেচ্ছাসেবক দল নেতার শ্বশুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
স্বেচ্ছাসেবক দল নেতার শ্বশুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নাশকতার মামলার আসামি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানের মিজানকে (২৮) গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। মিজানের স্বীকারোক্তি অনুযায়ী অভিযানে তার চাচা শ্বশুরের বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে।


 
রোববার (২৮ জুন) বিকেলে গোকুল এলাকা থেকে মিজানকে (২৮) গ্রেফতারের পর রাতভর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
 
পুলিশ সূত্র জানায়, মিজানের তথ্যমতে অভিযানের এক পর্যায়ে গোকুল উত্তরপাড়ায় অবস্থিত তার চাচা শ্বশুর খাজা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাপাতি ও আটটি ককটেল উদ্ধার করা হয়।
 
অভিযান শেষে ভোররাতে মিজানকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এছাড়া, অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও মামলা দায়ের করা হবে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  
 
এ ঘটনায় দুপুর একটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়েরও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।