ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার।
সোমবার (২৯ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
সোমবার সকাল সোয়া ১১টায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আজিজুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে তারা বলেন, ডা. আজিজুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং নীতির প্রশ্নে আপোষহীন, নিবেদিত প্রাণ। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বিএস