ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল ফেনীর কমিটি পুনর্গঠন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
স্বেচ্ছাসেবক দল ফেনীর কমিটি পুনর্গঠন

ঢাকা: কফিল উদ্দিন মামুনকে সভাপতি ও সাইদুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিএনপির স্বেচ্ছাসেবক সংগঠনটির দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।



সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি আমির হোসেন দুলাল ও শরিফ উদ্দিন শরিফ, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান  ও মামুন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক সাইদুল করিম  ও ইমাম ফারুক ভূইয়‍া, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এম. এ করিম, দফতর সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-প্রচার সম্পাদক সফিকুর রহমান ও আবুল বসর, সহ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন রাজীব।

স্বেচছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু পুর্নগঠিত এ কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।