ঢাকা: কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ায় হামলা এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৯ জুন) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, কুয়েত, ফ্রান্স ও তিউনিয়ায় হামলা এবং হতাহতের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন ইসলামী সংগঠনের নাম ধারণ করে ইসলামের নামে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। ইসলাম এ ধরনের হামলাকে কখনো সমর্থন করে না।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওয়াত এনে কঠোর শাস্তির দাবি করা হয়।
বিবৃতিতে হামলার ঘটনায় হতাহতদের পরিবার-পরিজন ও কুয়েত, ফ্রান্স এবং তিউনিসিয়ার সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এলকে/আইএ