ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর ইফতারে দাওয়াত এরশাদ ও রওশনকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
প্রধানমন্ত্রীর ইফতারে দাওয়াত এরশাদ ও রওশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুসাইন মুহাম্মদ এরশাদ ও রওশন এরশাদ

ঢাকা: আগামী ৬ জুলাই (সোমবার) রাজনীতিক ও বিশিষ্টজনদের ইফতারে ডাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে এর দাওয়াত পৌঁছানো শুরু হয়েছে।



সোমবার (২৯ জুন) ইফতারির দাওয়াত পৌঁছেছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কাছে।

সকালে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এসএম খুরশিদ উল আলম এই দাওয়াত কার্ড পৌঁছে দেন। এরশাদের একান্ত সচিব সাঈদ নূর ও রওশন এরশাদের সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম দাওয়াত কার্ড গ্রহণ করেন।

বাংলাদেশ সময় ১৭২২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।