রাবি(রাজশাহী): পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল ইসলাম লিংকনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ছাত্রলীগ নেতা লিংকন বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় তার বান্ধবীর সঙ্গে বসে গল্প করেছিলেন। এক পর্যায়ে দু’জনে তর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে বাকবিতণ্ডা বিষয়টি দেখে পাশেই থাকা কয়েকজন পুলিশ সদস্য সেখানে এগিয়ে যান।
এসময় ছাত্রলীগ নেতা পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ সদস্যরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বাংলানিউজকে জানান, আটকের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
নগরী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, ‘পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করায় ক্যাম্পাস থেকে একজনকে আটক করে থানায়
রাখা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
পিসি/