ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
স্বেচ্ছাসেবক লীগ কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে তরিকুল ইসলাম (২৫) নামে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

সোমবার (২৯ জুন) রাতে জেলা সদর হাসপাতাল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।



ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।